fbpx

এ বছর আর অটো পাশ নয়, জানালেন শিক্ষামন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাশ দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এই দুই পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে বলেও জানান তিনি

২৫ জানুয়ারি সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলে শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন থেকে চার মাসে প্রস্তুতি নেওয়া যাবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এর ভিত্তিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে আপনারা যেভাবে আন্দোলন করছেন, এই ক্ষেত্রে বরং করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।’

সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষার ব্যবস্থা করা হবে। সুতরাং এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন দীপু মনি।

Advertisement
Share.

Leave A Reply