fbpx

এ বছর এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে কি?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা -সে বিষয়ে মহামারি করোনা পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ ১৫ জুন (মঙ্গলবার) দুপুরে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।

দীপু মনি জানান, ‘২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার। এখন সেটিও যদি না হয়, আমরা তার বিকল্প নিয়েও চিন্তা করছি। কিন্তু এখন পরীক্ষা আমরা নিতে পারব কিনা, পরীক্ষা নিতে না পারলে বিকল্প কোনো ব্যবস্থা থাকলে- তার সবকিছু নিয়েই কিন্তু আমাদের চিন্তাভাবনা আছে’।

দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করলে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

চলতি বছরে কয়েক দফায় স্কুল ও কলেজ খোলার কথা থাকলেও মহামারি পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি। সর্বশেষ আবারও তারিখ পিছিয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানের।

Advertisement
Share.

Leave A Reply