fbpx

ওবায়দুল কাদের আমার সঙ্গে নেই, আছে জনগণ: কাদের মির্জা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমার সঙ্গে নেই, তবে জনগণের সমর্থন আছে বলে জানালেন ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জা।

রবিবার (১০ জানুয়ারি) নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে ৯নং ওয়ার্ড হাজিপাড়ায় আয়োজিত এক পথসভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। কাদের মির্জা বসুরহাট পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকে নির্বাচন করছেন।

পথসভা চলাকালীন সময়ে তিনি অভিযোগ করে বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগও আমার পক্ষে নেই। এমনকি নোয়াখালী, কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ আমার সাথে নেই। নোয়াখালীর ডিসি, এসপিও আমার সাথে নেই। তবে আমার সাথে আছে দেশের জনগণ।’

ঘরে ঘরে চাকরি দেয়ার কথা বলে ওবায়দুল কাদের জনগণের সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন মীর্জা কাদের। বলেন, ‘সেসব কথা বললে সে আমাকে পাগল বলে তিরষ্কার করছে।’

আপন ভাইয়ের জনসমর্থনকে চ্যালেঞ্জ করে মীর্জা কাদের বলেন, ‘ভবিষ্যতে এমপি নির্বাচনে ওবায়দুল কাদেরকে জিততে হলে আরও সতর্ক হতে হবে। কে কোথা থেকে মাসোয়ারা নেয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।’ ঢাকায় থাকলে আমি বড় নেতা হয়ে যাবো, এই ভয়ে ভাই আমাকে চট্টগ্রাম ভর্তি করিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

নোয়াখালী ও ফেনীর এমপিদের সমালোচনা করে নৌকার এই মেয়রপ্রার্থী বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে নোয়াখালীতে একরাম চৌধুরী আর ফেনীতে নিজাম হাজারী যদি জামানত বজায় রাখতে পারেন, তবে আমি নিজেই  হিজরত করে দেশ ছেড়ে চলে যাবো।’

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন করে মীর্জা কাদের বলেন, ‘আপনার বাবা এদেশ স্বাধীন করেছেন, আপনিই পারবেন এ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে।’

Advertisement
Share.

Leave A Reply