fbpx

ওমানে ৩ বাংলাদেশির মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সড়ক দুর্ঘটনায় ওমান প্রবাসী তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ১৮ এপ্রিল রোববার সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। তারা হলেন-পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের জাহেদ (৪২), সরফভাটা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার সালাউদ্দিন (৪০) ও বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামের আবছার (৪৫)।

তারা মাস্কাট মডার্ন রোজ ট্রেডিং এন্টারপ্রাইজ এলএলসি নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি সংবাদ মাধ্যমকে জানান, কাজ করতে রাজাধানী থেকে ১ হাজার কিলোমিটার দূরে সালালাহ শহরে যান এই তিন কর্মী। কাজ শেষ করে মাস্কাটে ফিরছিলেন তারা। পথে তামরিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেক দূরে ছিটকে পড়ে তাদের বহনকারী গাড়িটি। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে সালালাহ’র একটি হাসপাতালের মর্গে রেখেছে। ওমানের বাংলাদেশ দূতাবাস মৃতদেহগুলো দেশে পাঠানোর জন্য সব ধরনের সহযোগিতা করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply