fbpx

‘ওমিক্রন’ নিয়ে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠক থেকে তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ বৈঠকে সভাপতিত্ব করেন।

‘ওমিক্রন’ নিয়ে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের বৈঠকে বেশি আলোচনা হয়েছে ‘ওমিক্রন’ নিয়ে। বিশ্বব্যাপী এটি ছড়িয়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা বারবার বলেছেন, এ বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। কারণ, এটি দ্রুত ছড়ায়। যদিও এর প্রভাব করোনার ডেল্টা ধরনের মতো না।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেছেন, এ মাসেই দেশে বুস্টার ডোজ দেওয়া শুরুর পরিকল্পনা রয়েছে। শুরুতে ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া শুরুর পরিকল্পনা আছে সরকারের।

মন্ত্রী আরও বলেন, জিম্বাবুয়ে ফেরত দেশের যে দু’জন নারী ক্রিকেটারের শরীরে ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছিল, তারা এখন ভালো আছেন। তৃতীয় কোনো ব্যক্তির শরীরে ‘ওমিক্রন’ পাওয়া যায়নি।

Advertisement
Share.

Leave A Reply