fbpx

ওমিক্রন ঠেকাতে কঠোর লকডাউনে নেদারল্যান্ডস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নেদারল্যান্ডসে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় বড় দিনের আগেই দেশটিতে কঠোর লকডাউন ঘোষণা দেয়া হয়েছে। স্থানীয় সময় রোববার থেকে লকডাউন কার্যকর হবে। চলবে আগামী বছর জানুয়ির মাঝামাঝি পর্যন্ত। সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

বড়দিনের উৎসবকে কেন্দ্র করে জনসমাবেশ থেকে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লকডাউনে বন্ধ থাকছে শৌখিন জিনিস পত্রের দোকান, পানশালা, ব্যায়ামাগার, সেলুনসহ অন্যান্য জনসমাগমের জায়গাগুলো। বাড়িতে এক সাথে দুই জনের বেশি অতিথি আমন্ত্রণও করা যাবে না। তবে বড় দিন ও নতুন বছরের উৎসবে চার জন অতিথি আমন্ত্রণ করা যাবে।

ওষুধ, খাবারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ও প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় থাকছে না।

Advertisement
Share.

Leave A Reply