fbpx

কথা রেখেছেন মমতা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার ক্ষমতায় এসেই নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা পাঁচ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি কৃষকরা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পে রবি ও খরিফ মরশুমে দু’দফায় একর প্রতি কৃষকদের পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয়। পাশাপাশি ১৮-৬০বছর বয়সী কোনও কৃষকের মৃত্যুতে তার পরিবারককে এককালীন দু’লাখ টাকা অনুদান হিসেবে দেয় রাজ্য। এবার থেকে ৫ হাজারের পরিবর্তে ১০ হাজার টাকা অনুদান পাবেন কৃষকরা।

Advertisement
Share.

Leave A Reply