fbpx

কবি ও কথাশিল্পী ফজলুল হক মারা গেছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কবি ও কথাশিল্পী ফজলুল হক মারা গেছেন। মঙ্গলবার ২৬ জুলাই বিকেলে সিলেট নগরীর নিজ বাসায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সম্প্রতি তিনি ষ্ট্রোকসহ নানা রোগে আক্রান্ত হন। নিজ বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন ছিলেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে কবি টোকন ঠাকুর বলেন, ‌’কিছুদিন ধরেই মেসেঞ্জারে ফজলুল হক ভাইয়ের সঙ্গে টুকটাক কথাবার্তা হচ্ছিল আমার। এত বিনয়ী একজন মানুষ তিনি। খুব চাইছিলেন, আমি যেন তাঁর বইগুলো সংগ্রহ করে পড়ি। নিজেকে একদম কুণ্ঠিত করে কথা বলতেন। খুব ভালো মানুষ তিনি। সেই ফজলুল হক ভাই চিরদিনের জন্যে চলে গেলেন?’

ফজলুল হক একজন শক্তিমান কবি হিসেবে সর্বত্র খ্যাতি অর্জন করেন। তিনি বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি বিয়ানীবাজার পৌরশহরের কসবা নয়াটিল্লা এলাকায়।

Advertisement
Share.

Leave A Reply