fbpx

কবীরের গানের কালাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শিবু কুমার শীল। একাধারে তিনি কবি, আঁকিয়ে, গীতিকার, গবেষক ও কণ্ঠশিল্পী। যুক্ত আছেন দেশের জনপ্রিয় ব্যান্ডদল মেঘদলে। জন্ম পুরনো শহরে। এখনও বাস সেখানেই। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। বাংলা গানের জীবিত কিংবদন্তি কবীর সুমনের জন্মদিনে তাঁকে নিয়ে শিবু কুমার শীল লিখেছেন বিবিএস বাংলা’য়।

কবীরের গানে কেবল মানুষই নয় আছে আশ্চর্য ঝিঁঝিঁ থেকে পিপড়ের দঙ্গল। শিশুদের অন্য এক পৃথিবী। সে বেড কভারের প্রান্ত থেকে পাড়ার ছোট্ট পার্কের ধুলো অব্দি। আছে বিভূতিভুষনের হেঁটে যাওয়া আর অরুণ মিত্রের উঠে দাঁড়ানো। যেন এক বাঘিনী চিতা। পুরাণের গল্প তাঁর গানে পায় অবাক মাহাত্ম্য যে কারণে তাঁর বেহুলা কখনো বিধবা হয় না আবহমান বাংলায়। আর পৃথিবীর ঘাতকরাও বাদ যায় না তাঁর সহমর্মিতার স্পর্শ থেকে। শিশুদের মতো তাঁর গানে উঠে আসে অনন্ত জিজ্ঞাসা। জুডাসের নাফরমানি আর যীশুর মুকুটে কাঁটা। কৃষ্ণের বাঁশি কি সাঁওতালি সুরে বেজে ওঠে? কেনোইবা বিচার হলে গানের শুনানি হয় না? এই অন্থহীন জিজ্ঞাসাগুলি ঘুরে ঘুরে অবসাদ আর দ্রোহ রচনা করে কবীর সুমনের গানের কালামে। সুমন আমার কাছে এক আশ্চর্য ফকির। যার বুকের কাছে থাকে লালনের দেহাতি সুর আর মগজে থাকে বিশ্বজুড়ে যৌথ খামারের স্বপ্ন। জন্মদিনে তাঁকে আমার নমস্কার।

Advertisement
Share.

Leave A Reply