fbpx

চট্টগ্রামের কমনওয়েলথ যুদ্ধসমাধিতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা মঙ্গলবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম সফর করেন। এসময় তিনি চট্টগ্রামের কমনওয়েলথ ওয়ার সিমেট্রি (যুদ্ধসমাধি) পরিদর্শন করেন এবং যুদ্ধসমাধিতে শ্রদ্ধা জানান।

চট্টগ্রাম সফরে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ভারতীয় কোস্টগার্ড জাহাজ আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীরের কমান্ডিং অফিসাররাও ছিলেন।

ঢাকার ভারতীয় হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৩১টি কমনওয়েলথ সমাধি রয়েছে, যার মধ্যে ১৭টির পরিচয় অজ্ঞাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সমাধিতে চিটাগাং মেমোরিয়ালও রয়েছে, যা সম্মিলিতভাবে সাবেক ভারতীয় নৌবাহিনীর চার শতাধিক নাবিক ও সাবেক ভারতীয় মার্চেন্ট নেভির প্রায় ছয় হাজার নাবিককে স্মরণ করে। এসব নাবিক যুদ্ধের বছরগুলোয় সমুদ্রে নিখোঁজ হন।

Advertisement
Share.

Leave A Reply