fbpx

করোনা বিধি না মানায় আটক রায়না, জামিনে মুক্তি!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার প্রকোপ আবারো বেড়ে যাওয়ায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে ভারতের বিভিন্ন শহরে। সেজন্য ক্লাব, বার নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার নির্দেশনাও রয়েছে। কিন্তু, ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না ও তার বন্ধুরা সেই নির্দেশনা অমান্য করেছেন।

মুম্বাই এয়ারপোর্টের কাছে ড্রাগনফ্লাই ক্লাবে মধ্যরাতে পুলিশ অভিযান চালায়। সেখানে সুরেশ রায়নাসহ আটক হন ৩৪ জন। আটককৃতদের মধ্যে গায়ক গুরু রনধাওয়া ও বলিউড তারকা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানও রয়েছেন।

করোনা বিধি না মানায় আটক রায়না, জামিনে মুক্তি!

ছবি: সংগৃহীত

করোনার জন্য সোমবার থেকে রাতে কারফিউ জারি করেছে মহারাষ্ট্র সরকার। নতুন বছরকে মাথায় রেখে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত করোনা রুখতে বেশ কিছু বিধি-নিষেধ দেয়া হয়েছে। রাতে মানুষের চলাচলও সীমিত করা হয়েছে। সেই নিয়ম না মেনে খোলা রাখা হয়েছিল ক্লাব। সেখানে ছিলেন রায়না সহ অন্যরা। সে জন্যই তাদেরকে আটক করার কথা পুলিশ জানায়। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান রায়না।

Advertisement
Share.

Leave A Reply