fbpx

করোনাকালে চাকরি হারিয়েছে ২৬ লাখ মানুষ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের কড়াল আঘাতে নাজেহাল গোটা বিশ্ব। এর বিরূপ প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বাংলাদেশেও এর ব্যতিক্রম ঘটেনি। ফলে চাকরি হারিয়ে বেকারের খাতায় নাম লিখিয়েছে লাখ লাখ মানুষ।

করোনার কারণে ঠিক কত মানুষ বেকার হয়েছেন, তার অনুসন্ধান চালিয়েছে বাংলাদেশ ব্যাংকের ১৯ সদস্যের এক গবেষক দল। তারা বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানিয়েছে, সারাদেশে করোনার কারণে কর্মসংস্থান হারিয়েছে ২৬ লাখের বেশি মানুষ।

চলতি বছরের সর্বশেষ জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপের পরিসংখ্যানকে ভিত্তি হিসেবে বিবেচনায় নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যা বিবেচনায় দেশের মোট শ্রমশক্তির আকার ৬ কোটি ৪০ লাখ। করোনার গত বছর বেকার হয়ে পড়েছে এ শ্রমশক্তির ৪ দশমিক ৩ শতাংশ। সে হিসাবে দেশে গত বছর চাকরি হারিয়েছে ২৬ লাখ ১৪ হাজার ৪০০ মানুষ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২০ সালের এপ্রিল-মে মাসে শিল্প-কারখানা ও পরিবহন বন্ধ ছিল। অফিস-আদালত বন্ধের পাশাপাশি জনসমাগমেও বিধিনিষেধ ছিল। যার প্রভাব পড়েছে অভ্যন্তরীণ শ্রমবাজারে। তবে করোনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শিল্প খাতে। এ খাতে কর্মচ্যুতির হার ৫ দশমিক ৭ শতাংশ। আর সেবা খাতে নিয়োজিতদের মধ্যে ৪ দশমিক ৩ শতাংশ বেকার হয়েছে। তবে সবচেয়ে কম প্রভাব পড়েছে কৃষি খাতে। খাতটিতে কাজ হারিয়েছে ৩ দশমিক ৫ শতাংশ।

Advertisement
Share.

Leave A Reply