fbpx

করোনাভাইরাসে প্রাণ গেল পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ। শনিবার (১০ এপ্রিল) সকাল সোয়া চারটার দিকে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. খালেদ হাসান গণমাধ্যমকে তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তিনি বলেন, আজ ভোর ৪টা ১৪ মিনিটে তাঁর মৃত্যু হয়।গত ২৩ মার্চ তাঁকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্ট দিতে হয়।

সকাল ১০টায় আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে রফিক আহাম্মদের মরদেহ নেওয়া হবে। সেখানে জানাজার পরে তাঁর লাশ চট্টগ্রামে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে বলেও জানান খালেদ হাসান।

রফিক আহাম্মদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

Advertisement
Share.

Leave A Reply