fbpx

করোনার মতো আওয়ামী লীগের বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে: ফখরুল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের মতোই আওয়ামী লীগের বিরুদ্ধেও যুদ্ধে জয়ী হতে হবে, সেই লক্ষ্যে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দেশে এখন দুই শত্রু। একদিকে আওয়ামী লীগ শত্রু, আরেকদিকে করোনা শত্রু। এই শত্রু, এই দুই দানব তছনছ করে দিচ্ছে আমাদের সব কিছু। সেজন্য আমরা বাধাগ্রস্ত হচ্ছি। কিন্তু এটাকে আমাদের জয় করতেই হবে।’

দলের নেতাকর্মীদের সংগঠিত হবার অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘শর্টকাট কোনো রাস্তা নেই। একটা যুদ্ধ যখন করতেই হবে, সেই যুদ্ধে সবাইকে পুরোপুরি ইকুইপ্ট হতে হবে। যুদ্ধ করতেই হবে।’

নির্বাচন করে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় যেতে পারবে না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘এরা আপনাদের এমনি এমনি ক্ষমতা দিয়ে দেবে না। এরা একেবারে ডিক্টেটর বনে গেছে, কর্তৃত্ববাদী বনে গেছে এবং এরা জানে যে, নির্বাচন করে তারা কোনো দিন জিততে পারবে না। সুতরাং নির্বাচন নির্বাচন খেলা করবে।’

এসময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে সরকার মিথ্যা প্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

Advertisement
Share.

Leave A Reply