fbpx

করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা টিকা নেওয়ার প্রায় এক মাস পর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ঢাকা পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলামের। গত ৬ মার্চ করোনার উপসর্গ নিয়ে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।

বুধবার (১০ মার্চ) ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, অসুস্থ বোধ করায় ডিএমপি কমিশনারকে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

দেশে গণটিকাদান শুরুর দিন ৭ ফেব্রুয়ারি টিকা নিয়েছিলেন ডিএমপি কমিশনার। টিকা নেওয়ার পর তিনি সুস্থ আছেন বলে গণমাধ্যমকে জানানো হয়েছিল।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডিআইজি হাসানুল হায়দার সংবাদমাধ্যমকে জানান, টিকা নেওয়ার পরও কেউ কেউ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। আগামী ১২/১৩ দিন পর আবারো ডিএমপি কমিশনারের করোনা পরীক্ষা করা হবে।

এর আগে, টিকা নেওয়ার ১২ দিন পর দুর্যোগ ও ত্রাণ সচিব মো. মোহসীনও করোনাভাইরাসে আক্রান্ত হন। এ বিষয়ে সে সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছিলেন, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, সব ধরনের টিকাতেই টিকাগ্রহণকারীদের একটি অংশ আক্রান্ত হতে পারেন। তবে, করোনা টিকার ক্ষেত্রে এর দু’টি ডোজ নেওয়ার পরই বোঝা যাবে তা কতভাগ সংক্রমণ প্রতিরোধ করতে পারবে। টিকা নেওয়ার পর আক্রান্ত হলেও তেমন কোন ঝুঁকি থাকবে না বলে জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply