fbpx

করোনায় একদিনে মৃত্যু ১৭৩ , শনাক্ত ১১,৩৬,৫০৩ জন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ৯৮ জন এবং নারী ৭৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯৮ জন।

বিভাগ অনুযায়ী, একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৫৮ জন। এরপর খুলনা বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন ও রাজশাহী বিভাগে ১১ জন মারা গেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ।

বুধবার (২১ জুলাই) গণমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৬২৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬১৪ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০.৪৮ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।

এছাড়া করোনায় একদিনে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। করোনায় এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৩৪৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪.৫৬ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply