fbpx

করোনায় একদিনে মৃত্যু ১৮৫ জন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ১২১ জন এবং নারী ৬৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৮৯ জন।

বিভাগ অনুযায়ী, একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৭০ জন। এরপর খুলনা বিভাগে ৫১ জন, চট্টগ্রামে ২০ এবং রাজশাহীতে ১৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।

শনিবার (১০ জুলাই) গণমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৮৮৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন।

এছাড়া করোনায় একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৫৫ জন। করোনায় এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১.৪৬ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply