fbpx

করোনায় একদিনে মৃত্যু ২২ , শনাক্ত  ৮৪৯ জন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় সারাদেশে মারা গেছেন ২২ জন। এদের মধ্যে পুরুষ আছেন ১৫ জন এবং নারী ৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৮০৩ জন।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯৩টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ১৮১টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৭১ হাজার ৪১৬টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছে ৮৪৯ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৩ হাজার ৩০২ জনে।

আর সহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯১৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৭১৮ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

Advertisement
Share.

Leave A Reply