fbpx

করোনায় গত দু’দিনে শনাক্তের সংখ্যা হাজারের উপরে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাহামারি করোনাভাইরাসে দেশে আজ আরও ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্তের সংখ্যা আজও হাজারের উপরে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) গণমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজকের ১ হাজার ৫১ জনকে নিয়ে এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জন হয়েছে। আর মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৫০২। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৭ হাজার ৯২০ জন হয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৮২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

Advertisement
Share.

Leave A Reply