fbpx

করোনায় জর্জরিত আফগান শিবির

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইতোমধ্যে তিন ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তান দল। তবে আফগানিস্তান দল এখন করোনায় জর্জরিত।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দলের ৮ ক্রিকেটারসহ মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছে ৩ জন কোচিং স্টাফ এবং এক ক্রিকেটারের স্ত্রী। তবে কোন কোন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে শুরু হবে। এর আগে ‘কন্ডিশনিং ক্যাম্পের’ জন্য সিলেটে অবস্থান করছে আফগানরা। বিসিবির এক সূত্র অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি সিলেট পৌঁছে এক দিনের কোয়ারেন্টিনের শেষে করোনা পরীক্ষার ফলাফল পাওয়ার আগেই মাঠের অনুশীলনে গিয়েছিল সফরকারীরা। করোনা পরীক্ষায় পজিটিভ আসা প্রতিটি সদস্যকে ইতোমধ্যে আইসোলেশনে নেয়া হয়েছে।

তবে, দলের বাকি সদস্যরা আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করছেন। সোমবার ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান দল।

Advertisement
Share.

Leave A Reply