fbpx

করোনায় প্রাণ হারালো আরও ৩৮ জন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং ২ হাজার ১৯৮ জন রোগী শনাক্ত হয়েছে ।

স্বাস্থ্য অধিদফতর নিয়মিত বুলেটিনে বুধবার (২ ডিসেম্বর) বিকালে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই  তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯৮ জন রোগী নতুন করে শনাক্ত হয়। ফলে এই নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জন। আর একই দিনে ৩৮ জন মৃত্যবরণ করায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭১৩ জন।

এদিকে গত একদিনে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬২ জন রোগী। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬  জন।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আর প্রথম এই রোগে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যর খবর আসে ১৮ মার্চ।

২০১৮ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম এই রোগ শনাক্ত হয়। বর্তমানেএই রোগ বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে।

 

Advertisement
Share.

Leave A Reply