fbpx

করোনায় বিপর্যস্ত ভারত, লকডাউনের পরামর্শ অ্যান্থনি ফাউচির

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬ মে’র পরে সোমবার প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ ছিল চার লাখের নিচে।

অর্থাৎ ২৪ ঘণ্টা নতুন করে আক্রান্ত হয়েছে তিন লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ৩ হাজার ৭৫ হাজার ৫৪ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে এই তথ্য দেওয়া হয়েছে।

ভারতে করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়েই কঠোর লকডাউনে যাওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধান সংক্রমণ রোগ বিষেশজ্ঞ অ্যান্থনি ফাউচি।

করোনা নিয়ন্ত্রণ বিষয়ক হোয়াইট হাউজের শীর্ষ এই উপদেষ্টা রবিবার এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ভারতজুড়েই লকডাউন জরুরি। আমি মনে করি, দেশটির অনেক রাষ্ট্র এরই মধ্যে তা করেছে। তবে যোগাযোগের এই চেইনকে বন্ধ করতে হবে। আর এর জন্য গোটা দেশকেই লকডাইনে যেতে হবে।’

এর আগে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি একই রকম পরামর্শ দিয়েছিলেন।
ভারতে এরই মধ্যে করোনা হানা দিয়েছে ২ কোটি ২৬ লাখেরও বেশি মানুষের শরীরে। ভাইরাসটিতে প্রাণহানীর সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ছাড়িয়েছে।

Advertisement
Share.

Leave A Reply