fbpx

করোনায় রেকর্ড পরিমাণ শনাক্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। একদিনে ২৮ হাজার ১৯৫ নমুনা পরীক্ষায় শনাক্ত ৫ হাজার ১৮১ জন রোগী, যা এ যাবৎকালে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২৯ মার্চ সোমবার সংবাদ মাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

করোনা সংক্রমণের বছরে এটাই সব থেকে বেশি রোগী শনাক্তের হার। এর আগে একদিনে এত বেশি রোগী শনাক্ত হয়নি। গত বছরের ২ জুলাই করোনায় সংক্রমিত ৪ হাজার ১৯ জন রোগী শনাক্তের খবর পাওয়া গিয়েছিল।

এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৮৯৫ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৯৪৯ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।

মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হার বাড়তে শুরু হয়। ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তবে গত পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী।

করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

Advertisement
Share.

Leave A Reply