fbpx

করোনা ঝুঁকি এড়াতে ভারত থেকে আসবে না কোনো গরু: তাজুল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কোরবানি উপলক্ষে ভারত থেকে বৈধ ও অবৈথ কোন পথেই গরু আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। ভারতের সীমান্ত এলাকা খুবই ঝুঁকিপূর্ণ বলে এই বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

রবিবার স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু জবাইকরণ এবং কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি বিষয়ক এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে ভারত থেকে দেশে বৈধ-অবৈধ পথে অনেক পশু আসে এবং মানুষ যাতায়াত করে। ভারতীয় ভ্যরিয়েন্ট আমাদের দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য কোনো অবস্থাতেই যেন ভারত থেকে বৈধ-অবৈধভাবে মানুষ এবং পশু না আসে সীমান্ত এলাকার জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের শক্ত অবস্থানে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।‘

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নির্ধারিত স্থানের বাইরে পশুর কোনো হাট বসতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় দেশটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দেশেও কিছু এলাকায় বিশেষ করে সীমান্ত এলাকায় এই  ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এজন্য পশুর হাট এবং পশু জবাইয়ের নির্ধারিত স্থানেই হাট বসবে হবে। নির্ধারিত স্থানের বাইরে পশু জবাই করতেও দেয়া হবে না।‘

Advertisement
Share.

Leave A Reply