fbpx

করোনা টিকা পরিবহনের জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ১৮টি ফ্রিজার ট্রাক উপহার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনা টিকা সহজে ও নিরাপদে পরিবহনের জন্য কোল্ড-চেইন ব্যবস্থাসহ ১৮টি বিশেষায়িত ট্রাক বাংলাদেশকে উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার (১৫ নভেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ফ্রিজার ট্রাক হস্তান্তর করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অফ মিশন উইলিয়াম ডাওয়ারস।

করোনা টিকা পরিবহনের জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ১৮টি ফ্রিজার ট্রাক উপহার

ছবি: বাসস

যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এরইমধ্যে স্থানীয় বাজার থেকে চারটি ট্রাক কেনা হয়েছে এবং আরো ১৪টি ট্রাক আগামী মাসগুলোতে ঢাকায় এসে পৌঁছাবে।

এই কাজে সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট (আইএফআরসি) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাগুলো যানবাহন সংগ্রহ ও তত্ত্বাবধানের পাশাপাশি সারাদেশে করোনা টিকা কার্যক্রম পরিচালনা করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সাহায্য করবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্স প্রচেষ্টাকে সহায়তা করতে ৪ বিলিয়ন ডলার বা ৩৪ হাজার কোটি টাকার অনুদান দিয়েছে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, আল্ট্রা কোল্ড চেইন স্টোরেজ ব্যবস্থা, পরিবহন এবং কোভিড-১৯ টিকার নিরাপদ ব্যবস্থাপনায় সহায়তা করা।

Advertisement
Share.

Leave A Reply