fbpx

করোনা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় মানুষ মারা যাচ্ছে: জো বাইডেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য অনেক মানুষের মৃত্যুর কারণ বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে, এক সাংবাদিক ভ্যাকসিন ও মহামারি নিয়ে মিথ্যে গুজব ছড়ানো বিষয়ে ‘ফেসবুকের মত প্লাটফর্মের’ ভূমিকা নিয়ে প্রশ্ন করেন। উত্তরে বাইডেন বলেন, ‘তারা মানুষ মেরে ফেলছে’। তিনি আরও বলেন যারা এখনও ভ্যাকসিন নেননি তাদের মধ্যেই এখন মহামারি রয়েছে।

সম্প্রতি ভুল তথ্য ছড়িয়ে পড়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর বেশ নজরদারি রেখেছে হোয়াইট হাউজ।

দেশটিতে সম্প্রতি করোনা সক্রমিত হয়েছে বা মৃত্যু হয়েছে তাদের মধ্যে ভ্যাকসিন নেননি এমন মানুষই বেশি বলে সতর্ক করেছে মার্কিন স্বাস্থ্যমন্ত্রণালয়।

ফেসবুক জানিয়েছে তারা জনস্বাস্থ্য রক্ষায় ‘আগ্রাসী পদক্ষেপ’ নিচ্ছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়,  সম্প্রতি করোনা নিয়ে ১ কোটি ৮০ লাখ মিথ্যে তথ্য দেয়া পোস্ট মুছে ফেলেছে তারা। সেই সাথে নিয়ম ভেঙ্গে বারবার মিথ্যে তথ্য ছড়ানো অ্যাকাউন্টগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।

বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্তে করোনা ও ভ্যাকসিন নিয়ে মিথ্যে গুজব ছড়িয়ে যাচ্ছে কিছু মহল।

Advertisement
Share.

Leave A Reply