fbpx

করোনা মাহামারি এ বছরই শেষ হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বের ৭০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হলে করোনা মহামারি এ বছরই বিদায় নিবে- বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেড্রোস অ্যাধানম গেব্রিয়াসুস। শুক্রবার দক্ষিণ আফ্রিকায় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার আহ্বান জানান অ্যাধানম।

আফ্রিজেন বায়োলজিক অ্যান্ড ভ্যাকসিনেস নামে একটি প্রতিষ্ঠান আরএনএ ভ্যাকসিন তেরি করেছে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার জিনবিন্যাস ব্যবহার করে। এই প্রতিষ্ঠানেই পরিদর্শনে গিয়েছিলেন ট্রেড্রোস অ্যাধানম গেব্রিয়াসুস। ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, ‘ এটি দাম কম হবে এবং এর কিছু সীমাবদ্ধতা থাকলেও এই ভ্যাকসিন ভাল হবে বলে আমরা আশা করছি।’

ধারণা করা হচ্ছে, আগামী বছর নাগাদ এই ভ্যাকসিন অনুমোদন পাবে। এই প্রতিষ্ঠানকে সহায়তা করতে আফ্রিকার ওষুধ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply