fbpx

করোনা রিপোর্ট হাতে পেল সাকিব, মোস্তাফিজ পাবে কাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে সংক্রমণের আশংকায় মাঝপথেই বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর তাই নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সাকিব আল হাসান ও রাজস্থান রয়েলসের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

গতকাল শুক্রবার (৭ মে) সাকিব আল হাসান তার করোনা টেস্টের নমুনা দেন। আজ শনিবার তার রেজাল্টের ফলাফল এসেছে নেগেটিভ।

আর মোস্তাফিজ করোনা টেস্টের নমুনা দেন আজ শনিবার। আগামীকাল রবিবার তার টেস্টের রেজাল্ট পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী এ বিষয়ে জানান, ‘শুক্রবার সাকিবের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছিল। আজ যে ফল হাতে পেয়েছি, সেখানে নেগেটিভ এসেছে। আর মোস্তাফিজের নমুনা আজকে নেওয়া হয়েছে, আগামীকাল ফল পাওয়া যেতে পারে।’

বৃহষ্পতিবার (৬ মে) ঢাকায় এসে আলাদা আলাদা হোটেলে কোয়ারেন্টিনে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সেখানেই তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply