fbpx

কাজী আনোয়ার হোসেন আর নেই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লেখক, অনুবাদক, প্রকাশক এবং মাসুদ রানা সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন মারা গেছেন।

শারীরিক অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়। সেবা প্রকাশনীর অফিশিয়াল ফেসবুক পেজে তার মৃত্যুর খবরটি প্রকাশ করা হয়।

বারডেমে ১৯ জানুয়ারি বিকেল ৪.৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ বারডেমে রাখা হবে। আগামীকাল সকালে জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে পরিবার থেকে জানানো হয়।

কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম ‘নবাব’। তার পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। তারা ছিলেন ৪ ভাই, ৭ বোন । ঢাকা মেডিকেল কলেজের পূর্ব সীমানায় উত্তর ও দক্ষিণ কোণে যে দুটি দোতালা গেস্ট হাউজ আজও দেখা যায়, সেখানেই উত্তরের দালানটিতে আনোয়ার হোসেনের ছেলেবেলা কেটেছে। ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাড়ি বদল করে তারা দক্ষিণ দিকের গেস্ট হাউসে চলে আসেন।

Advertisement
Share.

Leave A Reply