fbpx

কাটার মাস্টারের জোড়া ফাঁদে উইন্ডিজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। আর সেই আমন্ত্রণের পুরোপুরি ফায়দা তুললেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। উইন্ডিজরা বাঁচতে পারলেন না মুস্তাফিজের জোড়া আক্রমণ থেকে।

আজ সোমবার (২৫ জানুয়ারি) টাইগাররা ব্যাট হাতে তাদের নির্ধারিত ৫০ ওভারে অর্জন করে ২৯৭ রান ৬ উইকেটের বিনিময়ে। আর টাইগারদের বিরুদ্ধে জয়ের জন্য এখন উইন্ডিজদের টার্গেট ২৯৮ রান।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই বল হাতে পেয়ে উইন্ডিজকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার কজরন ওট্টেলিকে দলীয় ৭ রানের মাথাতেই মাঠ থেকে ফিরিয়ে দিলেন মুস্তাফিজুর। মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা দিয়ে ব্যক্তিগত ১ রান করেই ওট্টেলিকে ফিরতে হলো বিশ্রাম ঘরে।

এতেও ক্ষান্ত হননি কাটার মাস্টার। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন অপর ক্যারিবীয় ওপেনার সুনীল অ্যামব্রিসকে।  ব্যক্তিগত ১৩ রান নিয়েই মাঠ ছাড়তে হলো সুনীল অ্যামব্রিসকে। দলের রান তখন ৩০।

Advertisement
Share.

Leave A Reply