fbpx

কানাডায় এবার শনাক্ত হলো ‘ওমিক্রন’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বজুড়ে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে আশঙ্কা বাড়ছে। এরমধ্যে, কানাডায় প্রথমবারের মতো করোনার ‘ওমিক্রন’ ধরন শনাক্ত হয়েছে। দেশটির অন্টারিও প্রদেশের অটোয়াতে দু’জনের দেহে করোনার এই ধরন শনাক্ত হয়।

স্থানীয় সময় গতকাল রবিবার (২৮ নভেম্বর) কানাডার স্বাস্থ্যমন্ত্রী জিন-ইভেস ডুকলোস এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে কানাডার স্বাস্থ্যমন্ত্রী জানান, সংক্রমিত দু’জনই সম্প্রতি নাইজেরিয়া থেকে ভ্রমণ করে এসেছিলেন। তারা দু’জনই বর্তমানে আইসোলেশনে রয়েছেন।

এদিকে, কানাডায় ঢোকার পর তারা যাদের সংস্পর্শে এসেছিলেন, তাদেরও খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে কানাডার কেন্দ্রীয় ও অন্টারিও প্রদেশ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বুধবার আফ্রিকার বতসোয়ানায় করোনার নতুন ধরনটি শনাক্ত হয়। এছাড়া দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া ও হংকংয়ে ধরনটির সন্ধান মিলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার নতুন ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার অতিসংক্রামক ধরন ডেলটার চেয়েও বেশি সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের।

Advertisement
Share.

Leave A Reply