fbpx

কানাডায় ‘রেড রিভারে’ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কানাডার ম্যানিটোবার একটি নদী থেকে চব্বিশ বছর বয়সী সামিউজ্জামান নামে বাংলাদেশি এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

গত ২৭ জানুয়ারি বুধবার রাজধানী উইনিপেগের ‘রেড রিভার’ থেকে তার মৃহদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, এই শিক্ষার্থীর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম।

কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কম্পিউটার সায়েন্সের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন সামিউজ্জামান। সেখানের বাইসন ট্রান্সপোর্ট নামে একটি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে খণ্ডকালীন চাকরিতে যুক্ত ছিলেন সামি। রেড রিভারের কাছে বাংলাদেশি কয়েকজন বন্ধুর সাথে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন তিনি ।

স্থানীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, গত ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সামি। বেশ কয়েক দিন ধরে বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে ২০ জানুয়ারি তারা পুলিশকে বিষয়টি জানায়।

সাতদিন পর কানাডার ‘রেড রিভার’ থেকে সামির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উইনিপেগ পুলিশ সামির মৃত্যুর ব্যাপারে কোনো কারণ জানাতে পারেনি। এখনও পুলিশের হেফাজতে আছে তার মরদেহ।

Advertisement
Share.

Leave A Reply