fbpx

কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তান ছাড়তে কাবুল বিমানবন্দরে হুড়োহুড়ি লেগে গেছে। এতে বিমানবন্দর এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গেল ২৪ ঘণ্টায় কাবুল ছেড়েছে ৫ হাজারেরও বেশি মানুষ।

তালেবান গোষ্ঠীর হাতে কাবুল পতন হওয়ার পরই, সেখান থেকে নিজেদের বাসিন্দা সরিয়ে আনতে বিমান পাঠিয়েছে অন্তত ১৫টি দেশ। কাবুলের বিমান বন্দর মূলত মার্কিন সেনারাই এখন পরিচালিত করছে।

বিমান বন্দরের দিকে জনসমুদ্র ছত্রভঙ্গ করতে ফাকা গুলি ছুড়ছে তালেবান গোষ্ঠী। বিমানবন্দরের চারদিক ঘিরে রেখেছে তারা। আফগানিস্তানের বাসিন্দাদের কাগজপত্র ছাড়া বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে যাদের হাতে আমেরিকান পাসপোর্ট আছে তাদের কোনো রকম বাধা দেয়া হচ্ছে না বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

ফ্রান্স, জার্মানি, স্পেন, পোল্যান্ডসহ অনেক দেশই তাদের নাগরিকদের ও বেশ কয়েকজন আফগানকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছে।

এরমধ্যেই সাতশ ব্রিটিশ নাগরিক ও কিছু আফগান নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে নিশ্চিত করেছে ইউএর পররাষ্ট্র মন্ত্রণালয়।

Advertisement
Share.

Leave A Reply