fbpx

কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলায় নিহত অন্তত ২০, আইএস হামলার আশঙ্কা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম বিশৃঙ্খলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। তারা সবাই বেসামরিক নাগরিক। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে রবিবার এই তথ্য দেয়া হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

তালেবানের হাতে রাজধানী কাবুল দখলের পরই দেশ ছাড়ার চেষ্টা করছেন লাখো মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে বাসিন্দারা কোনো মতে বিমানে চেপে অন্যদেশে পাড়ি দেয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। এই অবস্থার মধ্যেই যতটা সম্ভব মানুষকে নিরাপদে সরিয়ে আনতে চেষ্টা করছে ব্রিটিশ সেনারা। বিপদগ্রস্ত মানুষদের সরিয়ে আনতে বাণিজ্যিক বিমানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

কাবুল পতনের পর আফগানিস্তানে থাকা নিজ দেশের বাসিন্দাদের ফিরিয়ে আনতে বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্তত ১৫ টি দেশ।

এরমধ্যেই কাবুল বিমানবন্দরে জঙ্গি গোষ্ঠী আইএস হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার সতর্ক করেছে ওয়াশিংটন। নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে আনতে বিকল্প পথের কথা ভাবা হচ্ছে বলেও জানানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply