fbpx

কিশোরের মামলা গ্রহণ করেছে আদালত, তদন্ত করবে পিবিআই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে করা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের মামলা গ্রহণ করেছেন আদালত।

১৪ই মার্চ রবিবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। আগামি ১৫ই এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়।

একইসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা, মেডিসিন এবং অর্থোপেডিকস বিভাগের প্রধানদের সমন্বয়ে তিন সদস্যের কমিটি গঠন করে একদিনের মধ্যে কিশোরের শারীরিক অবস্থা ও নির্যাতনের বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেন আদালত।

এর আগে গত ১০ই মার্চ বুধবার নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।

মামলায় কিশোর অভিযোগ করেন, গত বছরের ২ মে তাকে ধরে নেওয়ার পর অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন চালানো হয়েছিল। তিন দিন পর তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়।

 

Advertisement
Share.

Leave A Reply