fbpx

কালশী ফ্লাইওভারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে নির্মিত ফ্লাইওভারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ধারিত সময়ের চার মাস আগেই আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে মিরপুর বালুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে স্থাপনটি উদ্বোধন করেন তিনি।

চার লেনের এই উড়ালসড়কের দৈর্ঘ‍্য সোয়া দুই কিলোমিটারেরও বেশি। বাউনিয়া বাঁধ এলাকা থেকে শুরু হয়ে কালশী মোড় হয়ে সড়কের একটি অংশ মোড় নিয়ে চলে গিয়েছে পূরবীর দিকে। কালশী মোড় হয়ে অন্য অংশটি চলে গিয়েছে মিরপুর ডিওএইচএওসের দিকে। উড়ালসড়কে ওঠা-নামার জন্য রয়েছে পাঁচটি মুখ।

এ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সড়ক, ফুটপাত ও ড্রেনের উন্নয়ন কাজও করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এ প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ। খরচ হয়েছে ১ হাজার ১২ কোটি ১১ লাখ টাকা।

Advertisement
Share.

Leave A Reply