fbpx

কাল পরীক্ষামূলক ফেরি চলবে শিমুলিয়া-বাংলাবাজার রুটে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে মাদারীপুরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। আর এ সময় বিকল্প নৌরুটের মাধ্যমে পণ্যবাহী পরিবহন রাজধানীতে যাওয়া-আসার ফলে বেড়েছে দুর্ভোগ। তবে, গত কয়েকদিন ধরে পদ্মায় পানি ও স্রোত কমে আসায় শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি।

আগামীকাল সোমবার (৪ অক্টোবর) সকালে এ নৌ-পথে পরীক্ষামূলকভাবে ফেরি ছাড়ার কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পদ্মা নদীতে স্রোতের গতিবেগ কমে এসেছে। গুরুত্বপূর্ণ এ নৌ-রুটকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গত বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করেন সেনাবাহিনী, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির প্রতিনিধিরা। এরপরই তারা সিদ্ধান্ত নেন, সোমবার সকালে সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে যানবাহন ছাড়া পরীক্ষামূলকভাবে ফেরি উভয় ঘাট থেকে ছাড়া হবে। যদি সফলভাবে ফেরি চলাচল করতে সক্ষম হয় তাহলে সোমবার থেকেই স্বাভাবিকভাবে ফেরি চলাচল শুরু হবে।

উল্লেখ্য, পদ্মাসেতুর পিলারে একাধিক ফেরির ধাক্কার ঘটনায় দুর্ঘটনা এড়াতে গত ১৮ আগস্ট থেকে সব ফেরি সার্ভিস বন্ধ রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply