fbpx

কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বাস নদীতে: নিহত ৬

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী বাস নদীতে পড়ে ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। বাসটিতে মোট ৩৯ জন জওয়ান ছিল। এর মধ্যে ৩৭ জনই ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের সদস্য। বাকী দুই জন জম্মু ও কাশ্মির পুলিশে কর্মরত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, অমরনাথ যাত্রার নিরাপত্তার স্বার্থে এই জওয়ানদের মোতায়েন করা হয়েছিল। ডিউটি শেষে বাসে করে গন্তব্যে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) দেওয়া তথ্য অনুযায়ী, বাসে থাকা ৩৯ আরোহীর মধ্যে ৩৭ জন আইটিবিপি এবং দুই জন জম্মু ও কাশ্মির পুলিশের সদস্য। পাহলগামের চন্দনওয়াড়িতে তাদের বহনকারী বাসের ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ। আহতদের বিমানযোগে শ্রীনগরে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply