fbpx

কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার পিয়ের কার্ডিনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মারা গেছেন ফ্রান্সের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার পিয়ের কার্ডিন। মঙ্গলবার এক টুইটার বার্তায় ৯৮ বছর বয়সী এই ফ্যাশন তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফরাসি অ্যাকাডেমি অব ফাইন আটর্স।

১৯২২ সালের ২ জুলাই ইতালির ভেনিসে জন্ম নেন এই শিল্পী। ১৯৪৫ সালে পাড়ি জমান ফ্রান্সে। সেখানেই শুরু হয় ফ্যাশন নিয়ে তার কর্মজীবন।

পিয়ের কার্ডিনকে বলা হয় ‘ফ্যাশন ফিউচারিস্ট’। গতানুগতিক ধারার বিপরীতে ফ্যাশন দুনিয়ায় নতুন দিগন্তের সূচনা করেছিলেন।

কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার পিয়ের কার্ডিনের মৃত্যু

তার ভাবনা যুগ যুগ ধরে প্রভাবিত করে আসছে ফ্যাশন সচেতনদের।
ছবি: সংগৃহীত

১৯৫০ সালে নিজের নামকেই ব্র্যান্ড হিসেবে হাজির করেন তিনি। সত্তর ও আশির দশকে তাঁর খ্যাতি ছিল আকাশছোঁয়া। বিশ্বের প্রায় এক লাখ আউটলেটে বিক্রি হতো তাঁর ফ্যাশন সামগ্রী। কার্ডিনের ফ্যাশন বোধ ও ভাবনা, যুগ যুগ ধরে ফ্যাশন সচেতনদের প্রভাবিত করে আসছে।

কার্ডিন শুধু বিখ্যাত ফ্যাশন ডিজাইনারই নন। ছিলেন একজন রেস্তোঁরার মালিকও। ইন্টিরিয়র ডিজাইন থেকে স্পেস কার্ডিন থিয়েটার, পারফিউম থেকে গাড়ি- সব ধরনের ব্যবসায় তিনি যুক্ত ছিলেন। এক সাক্ষাৎকারে কার্ডিন জানিয়েছিলেন, নিজের নামকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারাটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

জাঁ পল গলতিয়েরের মতো নামী ফ্যাশন ডিজাইনারদের পথপ্রদর্শক কার্ডিন। ১৯৯২ সালে ফাইন আর্টস অ্যাকাডেমিতে অন্তর্ভুক্ত করা হয় পিয়ের কার্ডিনকে।

কিংবদন্তি এই শিল্পী ভালোবাসতেন থিয়েটার। হতে চেয়েছিলেন একজন থিয়েটার অভিনেতা।

Advertisement
Share.

Leave A Reply