fbpx

কিউইদের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ‘প্রথমবার’ স্টার্ক-কামিন্স-হ্যাজলউড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রবিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। দুই দলের পেস বোলাররাই আছেন ফর্মের তুঙ্গে। কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, অ্যাডাম মিলনে যেমন আলো ছড়াচ্ছেন, তেমনি অজিদের হয়ে ছন্দে আছেন মিচেল স্টার্ক, জস হ্যাজলউড এবং প্যাট কামিন্সও।

কিউইদের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ‘প্রথমবার’ স্টার্ক-কামিন্স-হ্যাজলউড

ফাইনালের আগে অনুশীলনে।

কিন্তু, তিন অজি পেসারের কেউই আগে কখনোই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেননি নিউজিল্যান্ডের বিপক্ষে। দলের বাকিরা খেললেও এবারই প্রথমবার কিউইদের বিপক্ষে খেলবেন স্টার্ক-হ্যাজলউড-কামিন্স। তাও আবার বিশ্বকাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে। তবে, প্রস্তুতি ম্যাচে স্টার্ক খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে; চার ওভারে ৩০ রান দিয়ে নিয়েছিলেন ডেভন কনওয়ের উইকেট।

অজি পেসারদের না খেলার অভিজ্ঞতাটা কতোটা ভোগাবে কিউইদের সেটা সময়ই বলে দেবে, কিন্তু অজি তিন পেসারের জন্যও যে ফাইনাল ম্যাচটা হবে চ্যালেঞ্জের তা অনুমান করাই যায়।

কিউইদের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ‘প্রথমবার’ স্টার্ক-কামিন্স-হ্যাজলউড

অজিদের বিপক্ষে ১০ উইকেট নিয়েছেন বোল্ট।

অপরদিকে, কিউই পেসারদের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টিম সাউদি। ৯.৪৩ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৯টি। ৮টি ম্যাচ খেলে ট্রেন্ট বোল্টের সংগ্রহ ১০ উইকেট। অ্যাডাম মিলনের অভিজ্ঞতাটা অবশ্য বেশ খারাপ; অস্ট্রেলিয়ার বিপক্ষে ১টি মাত্র ম্যাচে ২ ওভার বল করে উইকেট পাননি একটাও, রান দিয়েছেন ২২। মিলনে ফাইনালে নিশ্চয়ই করতে চাইবেন দারুণ কিছুই।

Advertisement
Share.

Leave A Reply