fbpx

কিউবার বিক্ষোভকারীদের কথা শুনতে বললেন বাইডেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আছে কিউবা। দেশটির এই অস্থির অবস্থা নিরসনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

‘নিপীড়ন’ ও দারিদ্রতার অবসানে বিক্ষোভকারীদের দাবির ‘কথা শুনতে’ কিউবার কমিউনিষ্ট সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘স্বাধীনতা, মহামারী করোনাভাইরাসের মর্মান্তিক ছোবল, দশকের পর দশক ধরে চলা নিপীড়ন ও অর্থনৈতিক ভোগান্তি থেকে মুক্তির জন্য আমরা কিউবার জনগণের এবং তাদের করুণ ডাকের সাথে রয়েছি। কেননা, এসব ক্ষেত্রে তারা কিউবার স্বৈরাচারী সরকারের হাতে দমনের শিকার হয়ে আসছে।’

এরই মধ্যে সরকারবিরোধী এই আন্দোলনে একজনের মৃত্যু হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৯৯৪ সালের পর দেশটিতে এত বড় সরকারবিরোধী বিক্ষোভ হয়নি। কমিউনিস্ট এই দেশটির বর্তমান প্রেসিডেন্ট দিয়াজ–ক্যানেল। রাউল কাস্ত্রোর উত্তরসূরি হিসেবে ২০১৯ সালে প্রেসিডেন্ট হন তিনি।

Advertisement
Share.

Leave A Reply