fbpx

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩ কোটি টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার মিললো ৩ কোটি টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। মসজিদের দানবাক্সে এবারই রেকর্ড পরিমান অর্থ পাওয়া গেছে বলে জানিয়েছেন পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত উদ্দিন ভূইয়া।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘সর্বশেষ ১৯ জুন দান করার সিন্দুক খোলা হয়। তখন দুই কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৭৭৯ টাকা পাওয়া গিয়েছিল। তখন খোলা হয়েছিল ৪ মাস ২৬ দিন পর। এবার খোলা হয়েছে ৪ মাস ১৭ দিন পর।‘

শনিবার (৬ অক্টোবর) জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দানসিন্দুক খোলা হয়। মসজিদ ও মাদরাসার শতাধিক ছাত্র-শিক্ষক, রূপালী ব্যাংকের ৫০ জন কর্মকর্তা-কর্মচারী, ১০ জন আনসার সদস্য, মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও মসজিদের সার্বক্ষণিক দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মসজিদের টাকা গোনার কাজটি পরিচালনা করা হয়।

কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম জানান, ‘সারাদিনের গণনা শেষে তিন কোটি সাত লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা পাওয়া গেছে। টাকা ছাড়াও দানবাক্সে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। এর সঙ্গেই পাওয়া গেছে মনোবাসনা পূর্ণ হবার কয়েকটি চিঠিও।‘

দানের টাকা কোথায় খরচ করা হবে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘দানের টাকা থেকে পাগলা মসজিদের এবং এই মসজিদ কমপ্লেক্সের অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও গোরস্থানের ব্যয় নির্বাহসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সহায়তা পাঠানো হবে। একইসঙ্গে গরিব ছাত্রদের সহযোগিতা করা হবে। বিভিন্ন সামাজিক কাজেও টাকা দেওয়া হবে।‘

Advertisement
Share.

Leave A Reply