fbpx

কীভাবে ফেসবুক আইডি ভেরিফাইড করবেন ?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তথ্য প্রযুক্তির এই যুগে ফেসবুক আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে জায়গা করে নিয়েছে। এমন এক মুহূর্ত নেই, যেখানে এটি ছাড়া আমরা আমাদের জীবন কল্পনা করতে পারি। এই প্লাটফর্মে আমারা আমাদের  ব্যক্তিগত অনেক তথ্য, আনন্দ, কষ্ট বা জীবনের নানা অনুভূতি শেয়ার করে থাকি। তাই সবার কাছেই নিজের আইডি খুব গুরুত্বপূর্ণ।

আর নিজের আইডি তাই সুরক্ষিত রাখতে এখনই কিন্ত এটি ভেরিফাইড করে নিতে পারেন। আপনার আইডি যদি ভেরিফাইড হয়ে যায়, তাহলে এর পাশে নিজের নামের পাশে নীল বৃত্তাকারে সাদা টিক চিহ্ন দেখতে পাবেন। আর আপনার নামের পাশে ‘ব্লু-ব্যাজ’ থাকে, তাহলে ব্যাপারটি দেখতে কিন্ত মন্দ নয়।

এই ব্লু-ব্যাজধারী হিসেবে আপনি কিন্ত বাড়তি সুবিধাও কিছু পাবেন। ফেসবুক বলছে, এই ব্যাজ প্রোফাইল বা পেজের পোস্ট ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য করতে সাহায্য করবে। সাংবাদিক, রাজনীতিবিদ, তারকা হিসেবে সহজেই ফেসবুক প্রোফাইল ভেরিফায়েড করা যায়। এছাড়া নির্ধারিত ক্যাটাগরির ফেসবুক পেজও ভেরিফায়েড করা সম্ভব।

এছাড়া প্রোফাইল বা পেজের সত্যতা নিশ্চিতকরণ ও গ্রহণযোগ্যতা বাড়াতে ফেসবুক দীর্ঘদিন ধরে এমন সুবিধা দিচ্ছে। তাহলে চলুন, নিয়ম মেনে কীভাবে আপনার আইডি বা পেজ ভেরিফাই করবেন, সেটি জেনে নেই।

  • প্রথমে আপনার আইডি বা যে পেজ ভেরিফাইড করতে চান, সেখানে প্রবেশ করুন। পরে  এই ঠিকানায়  প্রবেশ করুন।  কীভাবে ফেসবুক আইডি ভেরিফাইড করবেন ?

 

  • সেখানে গিয়ে পেজ বা প্রোফাইল নির্বাচন করুন।
  • পরে দেশ নির্বাচন করুন।
  • পরবর্তীতে ক্যাটাগরি নির্বাচন করুন।কীভাবে ফেসবুক আইডি ভেরিফাইড করবেন ?
  • যে কোনো অফিসিয়াল আইডি (যেমন- জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) এর স্ক্যান কপি আপলোড করুন।
  • নির্ধারিত বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।
  • এই বক্সে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংকগুলো দিন।কীভাবে ফেসবুক আইডি ভেরিফাইড করবেন ?
  • এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন।

সব তথ্য দিয়ে সাবমিট করার কিছু সময়ের মধ্যেই ফেসবুক আপনার আবেদনের অবস্থা জানাবে।

Advertisement
Share.

Leave A Reply