fbpx

কুমিল্লায় মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় সিসিটিভিতে অপরাধী শনাক্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ব্যক্তিকে সিসিটিভি ফুটেজে শনাক্ত করা হয়েছে। ৩৫ বছর বয়সী এই ব্যক্তির নাম ইকবাল হোসেন, বাড়ি কুমিল্লা নগরের সুজানগর এলাকায়। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারলেই বেরিয়ে আসবে মূল ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছে।

তিনি সংবাদমাধ্যমকে জানান, পুলিশের একাধিক সংস্থার তদন্তে এই নাটকীয় ঘটনা এগিয়েছে। এখন ইকবাল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এরইমধ্যে, সরাসরি জড়িত আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা পুলিশ সূত্র জানায়, গত এক সপ্তাহে ঢাকা ও কুমিল্লা পুলিশের কয়েকটি দল বুধবারের ওই ঘটনার পর তদন্তে নামে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দীর্ঘ অনুসন্ধানের পর ইকবাল হোসেনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

সূত্রটি আরও জানায়, ইকবাল হোসেন ভবঘুরে। তার কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা আছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগামীকাল এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও পুলিশ সূত্র জানায়।

Advertisement
Share.

Leave A Reply