fbpx

কুয়াশা ভোগাচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টানা ১০ ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে রবিবার রাত ১২ টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

পরে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আবার এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

অন্যদিকে এতো সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। দক্ষিণাঞ্চলের যাত্রীরা নদী পার হতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন।

ঘাট কর্তৃপক্ষ মূলত পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার কারণে মধ্যরাত থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, যেহেতু এই রুটে ফেরি চলাচল শুরু হয়েছে,তাই এখন দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপ কমে যাবে। আপাতত এ রুটে বর্তমানে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে বলেও জানান এই কর্মকর্তা।

Advertisement
Share.

Leave A Reply