fbpx

ভারতে কৃষক আন্দোলনে নিয়ে সরব হলেন ক্রিকেট তারকারা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে দুই মাসেরও বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলনে এবার সমর্থন জানালেন মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকর।

বুধবার একটি টুইট বার্তায় তিনি বলেন, ‘ভারতের সার্বভৌমত্বের সাথে আপস করা যায় না। বহির্শক্তি দর্শক হতে পারে। কিন্তু দেশের অভ্যন্তরীণ বিষয়ে অংশ নিতে পারে না। ভারতীয়রাই ভারতকে জানেন। তাই ভারতের জন্য তাদেরই সিদ্ধান্ত নেয়া উচিত। চলুন আমরা এক হই।‘

শুধু শচিনই নন, কৃষক আন্দোলনের বিষয়ে এবার সরব হলেন আরও অনেক ক্রিকেট তারকা। বিজেপি সাংসদ ও সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর লিখেছেন, ‘বাইরের শক্তি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে।’

টুইট করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন,  ‘এটা দেশের আভ্যন্তরীণ বিষয়। আলোচনার মাধ্যমেই তার সমাধান হবে।’

কৃষি আইন নিয়ে সোচ্চার হয়েছেন সুরেশ রায়না, অনিল কুম্বলেসহ আরও অনেকে।

এর আগে,  সু্ইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, মার্কিন পপস্টার রিহানা ও লেবাননের সাবেক পর্নস্টার মিয়া খলিফার মত বিশ্ব তারকারা কৃষক আন্দোলন নিয়ে কথা বলেন। এরপর থেকেই পাল্টা টুইট করছেন ভারতীয় তারকারা। তাদের বেশির ভাগই বলছেন, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। বিভেদ সৃষ্টি করতেই এ বিষয়ে নাগ গলাচ্ছেন অন্যদেশের তারকারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও পপস্টার রিহানার টুইটকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সমালোচনা করেছে।

Advertisement
Share.

Leave A Reply