fbpx

কেজিতে ৮ থেকে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দিনাজপুরের হিলি স্থলবন্দরে এক সপ্তাহের ব্যবধানে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম কমেছে। কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে বর্তমানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা দরে। গত সপ্তাহে তা বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪০ টাকায়। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

এদিকে পেঁয়াজের দাম কমায় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির কারণে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতারা জানান,বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে কিছুটা কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। আমরা কম দামে কিনে, কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কমে গেছে।

হিলি কাস্টমস জানিয়েছে, সোমবার (৭ নভেম্বর) এই বন্দর দিয়ে ভারতীয় ১৭ ট্রাকে ৫০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply