fbpx

কেজিপ্রতি চিনির দাম বাড়ল তিন টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রমজান মাস উপলক্ষে চিনির নতুন দাম নির্ধারণ করেছে সরকার। বাজারে প্যাকেটজাত চিনির দাম কেজিতে ৬৮ টাকা এবং খোলা চিনি কেজিপ্রতি ৬৩ টাকা নির্ধারণ করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনকে (বিএসএফআইসি) নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে প্যাকেটজাত চিনির দাম ছিল ৬৫ টাকা এবং খোলা চিনির দাম ছিল ৬০ টাকা। সে হিসেবে কেজিপ্রতি চিনির দাম বাড়ল তিন টাকা।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন রবিবার (১১ এপ্রিল) ভার্চুয়ালি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মাননিয়ন্ত্রণে বিএসএফআইসির চিনি বিক্রয় কার্যক্রম সম্পর্কে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল চিনির দাম প্রতিকেজি তিন টাকা বাড়িয়ে নির্ধারণ করেছে বিএসএফআইসি।

Advertisement
Share.

Leave A Reply