fbpx

কেনাকাটা করতে গেলেও লাগবে মুভমেন্ট পাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলমান লকডাউনের মধ্যেই আগামী রবিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই লকডাউনে শপিংমল ও দোকানে যেতে ক্রেতা-বিক্রেতাদের মুভমেন্ট পাস নিতে হবে বলে জানিয়েছে পুলিশ।

তবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুভমেন্ট পাস নিয়ে মার্কেট ও দোকানপাটে যেতে ক্রেতা ও বিক্রেতারা ভোগান্তিতে পড়বেন। একই সময়ে এত বিপুলসংখ্যক মানুষ কীভাবে একসঙ্গে মুভমেন্ট পাস পাবেন বলে প্রশ্ন করেন তারা। এছাড়া বাসা থেকে বের হওয়া বা ফেরার জন্য মুভমেন্ট পাসের মেয়াদ মাত্র তিন ঘণ্টা। এত অল্প সময়ে কীভাবে তারা কেনাকাটা করবেন, সে বিষয়েও তারা প্রশ্ন তোলেন।

এদিকে গত ১১ দিনে মুভমেন্ট পাসের জন্য পুলিশের ওয়েবসাইট ও অ্যাপে ২০ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২৩৬ বার ক্লিক পড়েছে। আর মুভমেন্ট পাস পেয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জন। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হলে, পুলিশ লকডাউনের মধ্যে চলাচলের জন্য এই পাস ইস্যু করে ।

Advertisement
Share.

Leave A Reply