fbpx

কেন কমছে না স্বর্ণের চোরাচালান, জানালেন এনবিআর চেয়ারম্যান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সরকার নানান সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েও কমাতে পারছে না স্বর্ণের চোরাচালান। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রায় প্রতিদিনই ধরা পড়ছে কোনো না কোনো অবৈধ স্বর্ণের চালান।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম নিজেও যেন কিছুটা বিরক্ত। ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‌’স্বর্ণ আমদানির বিষয়ে আমরা গত দুই বছরে নানাভাবে নীতিসহায়তা দেয়ার চেষ্টা করেছি, যাতে স্বর্ণ আমদানি হয়; স্মাগলিং যেন বন্ধ হয়। আমি জানি না, তারপরও কেন স্বর্ণ আমদানিতে তেমন সাড়া দেখা যাচ্ছে না, স্মাগলিংয়েও তেমন ভাটা পড়েনি। এখনো স্বর্ণের বড় বড় চালান ধরা পড়ছে। গোল্ড স্মাগলিং ঠেকানো আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

কেন কমছে না স্বর্ণের চোরাচালান, জানালেন এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ছবি : সংগৃহীত

তিনি আরও বলেন, ‘অবৈধ নানা কাজে জড়িতদের পেমেন্টের মাধ্যম গোল্ড হয়। সেই কারণে গোল্ড স্মাগলিং শুধু রাজস্ব ফাঁকি দেয়ার জন্য, হয়তো তা নয়। গোল্ড স্মাগলিং সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে কিনা জানি না। নানাভাবে স্মাগলিং হচ্ছে এটা বাস্তব বিষয়। তবে রাজস্ব ভারের কারণে স্মাগলিংয়ের প্রবণতা হচ্ছে কিনা সেটাকে আমরা দেখার চেষ্টা করছি। আগামী বাজেটে স্বর্ণ আমদানি সহজ করতে আরো কিছু করা যায় কিনা, সে বিষয়ে সরকার চিন্তা করবে।’

Advertisement
Share.

Leave A Reply